বরিশাল প্রতিনিধি : বরিশাল জেলার উজিরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন চালকসহ ১০ যাত্রী। আহতদের মধ্যে দুই জনকে শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।

বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরের ইচলাদিতে শনিবার সকাল পৌঁনে ৯টায় এ দুর্ঘটনা ঘটে।

উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থল থেকে জানান, সকালে ঈগল পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪১০১০) যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওয়না দেয়। মেজর এমএ জলিল সেতু পাড় হয়ে ইচলাদি টোলপ্লাজর কাছাকাছি বাসটি দুর্ঘটনায় পড়ে।

এ সময় পুলিশের রিজার্ভ ফোর্সের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোখলেচুর রহমান (৪৫) নিহত হন। মোখলেচের মৃতদেহ স্থানীয়রা বাসের মধ্য থেকে উদ্ধার করেন। মোখলেচুর রহমানের বাড়ি পটুয়াখালী জেলায়।

ওসি আরও জানান, গাড়িতে থাকা চালক এবং হেলপারসহ সবাই আহত হয়েছেন। আহতদের উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে এবং গুরুতর আহত দুই জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

(ওএস/এইচআর/মে ৩১, ২০১৪)