বিনোদন রিপোর্ট :মুম্বইয়ের শহরতলী নওগাঁওতে চলছিল পরিচালক আশুতোষ গোয়ারিকরের পরবর্তী ছবি মহে়ঞ্জোদাড়োর শুটিং। সেখানে চলছিল সুপারস্টার হৃতিক রোশনের বিপজ্জনক একটি অ্যাকশন দৃশ্যের শুটিং। কোনও বডি ডবল ছাড়াই অ্যাকশন স্টান্টটি করতে যান ছবিটির নায়ক হৃতিক।

এমন সময়েই বিপত্তি! বেকায়দায় গুরুতর চোট লাগে হৃতিকের গোড়ালি এবং লিগামেন্টে। তাঁর দু’পায়ের লিগামেন্টই ছিঁড়ে গিয়েছে বলে পরিবার সূত্রে খবর। চিকিত্সকের পরামর্শে অন্তত সপ্তাহ দু’য়েক সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে হৃতিককে।

এর আগেও শুটিংয়ে চোট পেয়েছেন হৃতিক। ‘ধুম-২’ এবং ‘ব্যাং ব্যাং’ ছবির শুটিংয়ে গুরুতর চোট পান তিনি। ধুমের শুটিংয়ে হাঁটুতে চোট পান তিনি। ব্যাং ব্যাং-এর শুটিংয়ে অ্যাকশন দৃশ্যে অভিনয় করার সময় মাথায় গুরুতর আঘাত পান হৃতিক। এর জন্য অস্ত্রোপচারও করতে হয় তাঁর মাথায়। এর জন্য দীর্ঘ দিন তাঁকে বিশ্রামে থাকতে হয়।

তাই এখন দেখার কত দিনে সুস্থ হয়ে শুটিং ফ্লোরে ফিরতে পারেন গ্রিক গড হৃতিক রোশন।




(ওএস/এস/জানুয়ারি১৭,২০১৬)