আমি অনন্ত ঋণী

এখন কেবল হারিয়ে যায় ছন্দ
প্রেমের শব্দ গুলো বিক্রি হয়েছে বন্দকী দলিলে
মুক্ত বাজার অর্থনীতির বাজারে আমি এখন দেওলিয়া।
দু-হাত বাড়িয়ে ঘুরেছি পৃথিবীর প্রান্তে প্রান্তে
শূন্য হাতে ফিরে আসা সীমাহীন চোখের জলে
জ্যামিতিক হিসাবে হারালাম প্রান্তবিন্দু,
বাকি কেবল ঈশ্বরের আশীর্বাদ সে তুমি
বেঁচে আছি তোমার দেওয়া সে প্রাণে
তোমাতে আমি অনন্ত ঋণী

(ওএস/এস/জানুয়ারি১৭,২০১৬)