মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় বখাটে দুবৃত্ত্বদের ধারালো চুরিকাঘাতে নাদিম হোসেন অনিক (১৬)নামে শাহ্ মোস্তফা একাডেমীর দশম শ্রেনীর এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে।

শনিবার রাত ৮ঘটিকার সময় জেলা শহরে শাহ মোস্তফা রহঃ ৬৭৫ তম উরস উপলক্ষে মেলা চলাকালিন সময়ে শ্রীমঙ্গল সড়কের বেরিরপারস্থ রয়েল ম্যানশনের সামনে এ ঘটনা ঘটে, নিহত নাদিম হোসেন অনিকের বাসা শহরের বেরির চর এলাকায় । তার বাবা স্থানীয় শুটকি ব্যাবসায়ী আবুল হোসেন ।

নাদিম হোসেন অনিকের ভাই জাকির হোসেন জানান, গত বৃহস্পতিবার রাতে অনিক মৌলভীবাজারের শেরপুরের ঐতিহ্যবাহী মাছের মেলা দেখতে যায়, ঐ সময় একই এলাকার বখাটে কিশোর ইমন ও তার সহপাটিদের সাথে দেখা হয় এবং ইমনের পায়ে অনিকের পা লাগাকে কেন্দ্র করে ঐ সময় ইমনের সাথে অনিকের বাকবিতন্ডতা চলে,এর জের ধরে শনিবার রাতে নাদিম হোসেন অনিক নিজ বাসা থেকে মেলার উদ্যেশে শহরের বেরিরপারস্থ রয়েল ম্যানশনের সামনে আসা মাত্র আগে থেকে ওতপেতে থাকা ইমন ধারালো ছুরি দিয়ে পেটের মধ্যে আঘাত করলে সাথে সাথেই অনিক মাটিতে লুটিয়ে পরে । ঘটনাস্থলে ইমনের সাথে স্থানীয় বেরির চর এলাকার বখাটে কিশোর ছামি ও রাসেল উপস্থিত ছিল। এ সময় স্থানীয়দের সহায়তায় অনিককে প্রথমে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের জরূরী বিভাগে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালের চিকিৎসকরা তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন । সাথে সাথে অনিককে নিয়ে সিলেটের উদ্যেশে রওয়ানা হলে রাস্থায় তার মৃত্যু হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে বর্তমানে নিহত অনিকের লাশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের মর্গে রাখা হয়েছে।এ ঘটনায় নিহত নাদিম হোসেন অনিকের বাবা মোঃ আবুল হোসেন বাদী হয়ে ৪-৫ জনকে আসামী করে মৌলভীবাজার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলায় আসামী করা হয় ইমন আহমদ(১৮)পিতাঃলেছু মিয়া,ছামি আহমদ(১৮)পিতাঃ কামরুল ইসলাম,রাসেল আহমদ(১৯)পিতাঃ আহমদ আলী সহ আরো ৪-৫ জনকে । আসামীরা সবাই পৌর এলাকার বেরিরচরের বাসিন্দা বলে জানা গেছে।

(একে/এইচআর/জানুয়ারি ১৭, ২০১৬)