দিনাজপুর প্রতিনিধি : দিনাজুপরের হিলি সীমান্তের ডাঙ্গাপাড়া এলাকা থেকে শনিবার ভোর ৫টার দিকে এক কোটি ২৫ লাখ টাকা মূল্যের আমদানি নিষিদ্ধ ভারতীয় ট্যাবলেট ও মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

হিলি চেকপোস্ট ক্যাম্পের ডাঙ্গাপাড়া এলাকায় বিজিবির একটি দল অভিযান চালিয়ে এসব উদ্ধার করে।

ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, ডাঙ্গাপাড়া এলাকার একটি মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ১২ হাজার পিস ভারতীয় যৌন উত্তেজক ওষুধ ভায়াগ্রা, ১৪ হাজার চারশ পিস টার্গেট, এক লাখ পিস ডেক্সিয্রন, ৫০ হাজার পিস গরু মোটাতাজাকরণ ট্যাবলেট এবং ছয় বোতল মদ ভারতীয় উদ্ধার করা হয়।

(ওএস/জেএ/মে ৩১, ২০১৪)