ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় সোমবার রাতে মাদ্রাসা ছাত্র-ব্যবসায়ী-পুলিশ সংঘর্ষ ও মঙ্গলবার শহরজুড়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার অভিযোগে যুবদল নেতাসহ চারজনকে আটক করেছে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন-ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহেদ, শহরের কান্দিপাড়া মহল্লার রাব্বি মিয়া (২৫), মধ্যপাড়ার শাহজাহান মিয়া (২৬) ও ছোটন মিয়া (২২)।

এদের মধ্যে যুবদল নেতাকে সোমবার ভোরে ও বাকিদের রবিবার রাতে অাটক করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো. মাইনুর রহমান জানান, মঙ্গলবার (১২ জানুয়ারি) দিনের আলোতে তাণ্ডব চালানোর ভিডিও চিত্র ও বিভিন্ন সোর্স থেকে পাওয়া খবরের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে।

প্রসঙ্গত, ১১ ও ১২ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ায় ঘটে যাওয়া নাশকতার ঘটনায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে আলাদা ১১টি মামলা করা হয়েছে। এসব মামলায় আসামি করা হয়েছে সাত হাজার ৫৯৪ জনকে।

(ওএস/এইচআর/জানুয়ারি ১৮, ২০১৬)