কুড়িগ্রাম প্রতিনিধি :কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার শালঝোড় সীমান্তে বিএসএফ’র পিটুনিতে আব্দুল গণি (৫০) নামের একজন গরু ব্যাবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে ভুরুঙ্গামারী উপজেলার শালঝোড় সীমান্তের ৯৮৮ নম্বর সীমানা পিলারের কাছে এ ঘটনা ঘটে। নিহতের বাড়ি শিলখুড়ি ইউনিয়নের দক্ষিণ ধলডাঙ্গা গ্রামে।

বিজিবি পতাকা বৈঠকের আহ্বান জানালেও দুপুর ১২টা পর্যন্ত সাড়া দেয়নি ভারতীয় বিএসএফ।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুরুঙ্গামারী উপজেলার শালঝোড় কাজিয়ার চর সীমান্তে সোমবার ভোরে গরু পাচার করে আনতে যায় ৮-১০ সদস্যের একটি দল। এ সময় ভারতীয় ঝুলুলী বিএসএফ ক্যাম্পের সদস্যরা ২ জনকে আটক করে মারপিট করে। এতে মৃত সুজুর উদ্দিনের ছেলে আব্দুল গণি ঘটনাস্থলেই নিহত হন। রইস উদ্দিন (২৫) আহত অবস্থায় পালিয়ে যান।

কুড়িগ্রামের ৪৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ফেরত আনার জন্য পতাকা বৈঠকের আহ্বান জানানো হলেও বেলা পৌনে ১২টা পর্যন্ত বিএসএফ সাড়া দেয়নি।


(ওএস/এস/জানুয়ারি ১৮,২০১৬)