গোপালগঞ্জ প্রতিনিধি : অষ্টম পে স্কেলের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে গোপালঞ্জের বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা।

সোমবার দুপুর ১২টায় গোপালগঞ্জ প্রেস ক্লাবের সামনে সদর উপজেলা শিক্ষক সমিতি এই মানববন্ধন করে। বঙ্গবন্ধু সড়কে চলা ঘন্টব্যাপী মানববন্ধনে জেলা কমিটির নেতৃবৃন্দ যোগ দেন।

মানববন্ধন চলাকালে জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ মাহে আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠনের সদর উপজেলা কমিটির সভাপতি সুনীল চন্দ্র শীল, সাধারণ সম্পাদক নিহার কান্তি বাছাড়, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক দুলাল বিশ্বাস। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করেন আন্দোলনকারীরা।

(এমএইচএম/এএস/জানুয়ারি ১৮, ২০১৬)