ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভূক্ত শিক্ষক-কর্মচারীদের শর্তহীনভাবে ৮ম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন, পথসভা ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি ঈশ্বরদী উপজেলা শাখা। সোমবার  ১২টা থেকে পর্যন্ত ১ঘন্টাব্যাপী শহরের রেলগেট জিরো পয়েন্টে এসব কর্মসূচী চলে।

পথসভায় শিক্ষক সমিতির অধ্যক্ষ আয়নুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন, সাধারণ সম্পাদক এমদাদুল হক, সহ সভাপতি ফজলুল হক, মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টু, এস এম মডেল স্কুল এন্ড কলেজের সহ অধ্যাপক শহীদুল হক শাহিন, ঈশ্বরদী মহিলা কলেজের প্রভাষক ইসমাইল হোসেন, সাবেক ছাত্রনেতা আলহাজ্ব আসাদুর রহমান বীরু, শিক্ষক সমিতির মিনহাজ উদ্দিন, মোস্তাফিজুর রহমান মহররম, আব্দুর রাজ্জাক, উম্মে হাবিবা মালা, শহিদুল ইসলাম খান প্রমুখ। পথসভা সঞ্চালন করেন সমিতির যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান রবি।

পথসভা শেষে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষকরা বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে একটি স্মারকলিপি প্রধানমন্ত্রী বরাবর প্রেরণ করেন। উপজেলা চত্বরে এসময় একাত্বত্তা ঘোষণা করে বক্তব্য দেন ঈশ্বরদী উপজেলার ভাইস চেয়ারম্যান মাহজেবিন শিরিন পিয়া।

(এসকেকে/এএস/জানুয়ারি ১৮, ২০১৬)