নওগাঁ প্রতিনিধি : সমতল ভূমিতে বসবাসকারী আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন ও পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নের দাবিতে সোমবার দুপুরে মানববন্ধন কর্মসূচী পালন করেছে জাতীয় আদিবাসী পরিষদ । শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে  ঘন্টাকালব্যাপী এই মানববন্ধন পালন করা হয়।

মানববন্ধনে নেতৃত্বদেন জাতীয় আদিবাসী পরিষদের সাধারন সম্পাদক সবিন চন্দ্র মুন্ডা। এসময় জাতীয় আদিবাসী পরিষদের অর্থ বিষয়ক সম্পাদক সুধীর তির্কী, উপদেষ্টা ময়নুল হক মুকুল, জয়নাল আবেদীন মুকুল, একুশে পরিষদের সহ সাধারন সম্পাদক নাইস পারভীন, আদিবাসী ছাত্র পরিষদের নেতা হরিদাস পাহান, নিরঞ্জন পাহান, গাবরিয়েল এক্কা, আতিক রহমান, আরেফিন মাহমুদ প্রমূখ বক্তব্য রাখেন। মানববন্ধনে আদিবাসী পরিষদের নেতৃবৃন্দ ছাড়াও শহরের গন্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

(বিএম/এইচআর/জানুয়ারি ১৮, ২০১৬)