শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলায় স্কুলছাত্রীকে ইভটিজিং করার দায়ে এক যুবকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার বিকেলে তাকে এ কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

এলাকাবাসী ও পুলিশ জানায়, চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার কুতুবখালী গ্রামের নূরুল আফসারের ছেলে আ. হাকিম (২২) ভেদরগঞ্জ উপজেলার এক ছাত্রীকে স্কুলে যাওয়া-আসার সময় উত্ত্যক্ত করত। এক পর্যায়ে ওই স্কুলছাত্রীকে উঠিয়ে নিয়ে যায় আ. হাকিম। সাতদিন পর পুলিশ তাকে উদ্ধার করে। এ ঘটনা তার ছয় মাসের সাজা হয়।

ভেদরগঞ্জ থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, সাজা খেটে বের হয়ে আবারও সে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে। শুক্রবার পুলিশ তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের কাছে হাজির করে। আদালতের বিচারক ভেদরগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো. সাঈদুজজ্জামান উভয় পক্ষের বক্তব্য শুনে আ. হাকিমকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। আ. হাকিমকে শরীয়তপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. সাইদুজ্জামান বলেন, এ যুবকের বিরুদ্ধে ইভটিজিংয়ের অপরাধ প্রমাণিত হওয়ায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

(ওএস/এইচআর/মে ৩১, ২০১৪)