কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা জেলার দেবীদ্বারে ডিবি পুলিশ অভিযান চালিয়ে ১৪০ কেজি গাঁজা উদ্ধার করেছে।

শনিবার সকাল পৌনে ৮টার দিকে উপজেলার মোহনপুর এলাকায় একটি পিকআপভ্যান থেকে গাঁজাগুলো উদ্ধার করা হয়।

কুমিল্লা জেলা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জানান, চোরাকারবারিরা একটি মিনি পিকআপভ্যান ভর্তি বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা নিয়ে বাংলাদেশে প্রবেশ করে। সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মোহনপুর-কংশনগর সড়কে ধাওয়া করলে মোহনপুর এলাকায় চোরাকারবারীরা পিকআপভ্যানটি (ঢাকা মেট্রো-ন-১৬-১৭৮৫) ফেলে পালিয়ে যায়। পরে ভ্যানটিতে অভিযান চালিয়ে ১৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

তিনি জানান, চোরাকারবারীরা কুমিল্লার বুড়িচং-ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে প্রবেশ করে দেশের বিভিন্ন এলাকায় পাচার করে। উদ্ধার গাঁজার আনুমানিক মূল্য ৮ লাখ টাকা।

এ ব্যাপারে দেবীদ্বার থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

(ওএস/এইচআর/মে ৩১, ২০১৪)