নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর পাঁচ খুন মামলার এজাহারভুক্ত আসামি নাজমা বেগমের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের ওসি মামুনুর রশীদ মন্ডল তাকে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশিক ইমামের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত শুনানি শেষে নাজমা বেগমের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সোমবার রাতে শরীয়তপুর জেলার ডামুড্যা এলাকা থেকে নাজমাকে গ্রেফতার করে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার ড. খন্দকার মহিদ উদ্দিন জানান, নাজমা বেগম এই মামলার এজাহারভুক্ত একজন আসামি। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের রিমান্ডের আবেদন করলে আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

তিনি জানান, রবিবার রাতে মামলাটির তদন্তভার জেলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হলে গোয়েন্দা পুলিশ মামলাটি নিয়ে জোর তদন্ত চালায়। এবং আটককৃত মাহফুজ ও শাহজাদাকে জিজ্ঞাসাবাদ করে তাদের কাছ থেকে এই হত্যাকা-ে নাজমার জড়িত ছিল বলে পুলিশ নিশ্চিত হয়। সেই তথ্যের ভিত্তিতে পুলিশ নাজমাকে গ্রেফতার করতে শরীয়তপুরের ডামুড্যায় অভিযান চালায়।

এসপি আরো জানান, মামলার বাদীর পক্ষ থেকে সুনির্দিষ্ট যেসব অভিযোগ পাওয়া গেছে তা নিশ্চিত হতে আরো কিছুদিন সময় লাগতে পারে।

এদিকে এই মামলায় সাত দিনের রিমান্ডে থাকা আরেক আসামি মাহফুজকে আজ দ্বিতীয় দিনের মতো জিজ্ঞাসাবাদ চলছে।

(ওএস/এইচআর/জানুয়ারি ১৯, ২০১৬)