আন্তর্জাতিক ডেস্ক : হোয়াইট হাউজের মুখপাত্র জে কার্নি পদত্যাগ করেছেন। প্রেসিডেন্ট হিসেবে বারাক ওবামা দায়িত্ব নেয়ার পর সাড়ে তিন বছর মুখপাত্র হিসেবে কাজ করেন জে কার্নি।

শুক্রবার হোয়াইট হাউজের নিয়মিত ব্রিফিংয়ে উপস্থিত হয়ে ওবামা, জে কার্নির পদত্যাগপত্র গ্রহণের কথা জানান। এ সময় কার্নির প্রশংসা করে তিনি বলেন, কার্নি তার ঘনিষ্ঠ বন্ধুদের একজন এবং খুবই ভালো একজন প্রেস সেক্রেটারি ও উপদেষ্টা। জে কার্নির স্থলাভিষিক্ত হিসেবে তার ডেপুটি জোস আর্নেস্টের নাম ঘোষণা করেন ওবামা। তবে মধ্য জুন পর্যন্ত মুখপাত্রের দায়িত্ব পালন করবেন কার্নি।

টাইম ম্যাগাজিনের মস্কো ব্যুরোর সাবেক প্রধান জে কার্নি বলেছেন, পরিবারকে সময় দিতেই হোয়াইট হাউজ ছাড়ছেন তিনি।

(ওএস/এটিআর/মে ৩১, ২০১৪)