চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের মহেলা গ্রামে রেলওয়ের জমি নিয়ে বিবাদমান দু’পক্ষের মধ্যে সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত হয়েছেন। গুরুতর আহত ৮ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টার দিকে রেলওয়ের গুয়াখড়া স্টেশনের পূর্বপাশে রেল লাইনের পাশে সাকলাইন ও ইয়াছিন গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন মহেলা গ্রামের আব্দুর রশিদ প্রাং এর ছেলে ইয়াছিন আলী (২৮), ইয়াছিনের স্ত্রী আজেদা খাতুন (২৫), মজিবরের ছেলে আব্দুল হামিদ (৩৫), জিনাত প্রাং এর ছেলে ওমর আলী (৪৫), জয়নাল আবেদীনের ছেলে শহিদুল ইসলাম (৩০), মৃত জহির প্রাং এর ছেলে গোলাম সাকলাইন (৬০), সাইফুল ইসলাম (৩৫), গোলাম সাকলাইনের ছেলে তৌহিদ (২৮)। এ ঘটনায় পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মধ্যশালিখা গ্রামের মৃত আফতাব সরকারের ছেলে রেজাউল করিম পাশাকে আটক করেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গোলাম সাকলাইনের ঘিরে রাখা রেলওয়ের জমিতে স্থাপিত সরকারি নলকূপ এলাকার লোকজন খুলে দিতে বলেন। এতে সাকলাইন লীজ নেওয়া জমির ঘেরা বেড়া খুলে না দেওয়ায় এলাকাবাসীই বেড়া কেটে ফেলা শুরু করেন।

এসময় বাক বিতন্ডার এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে। এতে মহিলাসহ ১০ জন আহত হয়। গোলাম সাকলাইন রেলওয়ের কাছ থেকে জমি ও পুকুর লীজ নিয়ে চাষাবাদ করছিলেন। নলকূপটি রেলওয়ের জমিতেই স্থাপন করা ছিল।

থানার ওসি (তদন্ত) নুরুজ্জামান জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। থানায় মামলা হয়েছে। একজনকে আটক করা হয়েছে।

(এসএইচএম/এএস/জানুয়ারি ১৯, ২০১৬)