গাইবান্ধা প্রতিনিধি : বিএনপি যে ভুল করেছে তার খেসারত বিএনপিকেই দিতে হবে। নির্বাচনের জন্য নির্দিষ্ট সময় পর্যন্ত তাদের অপেক্ষা করতে হবে। বর্তমানে আওয়ামী লীগ নির্বাচিত সরকার।

নির্দিষ্ট সময়ের আগে আওয়ামী লীগ ক্ষমতা ছাড়বে না বলে জানিয়েছেন দলটির যুগ্ম-সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

গাইবান্ধা সার্কিট হাউসে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা করেন।

তিনি আরও বলেন, যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য বিএনপি অপপ্রচার চালিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। বিএনপিই জামায়াতকে প্রতিষ্ঠিত করেছে। আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক নেই, ভবিষ্যতেও থাকবে না।

এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক সৈয়দ শামস্ উল আলম হিরু মিয়া, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক প্রমুখ উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপ শেষে মাহবুব-উল আলম হানিফ গাইবান্ধা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দলের বর্ধিত সভায় যোগ দেন।

(ওএস/এটিআর/মে ৩১, ২০১৪)