বাঁচতে জানি


ঢাকায় ঢাকা পড়ে গেছে স্বপ্ন
বিশ্বাস গেছে বেস্তে নব্য স্বার্থপরের স্বার্থে
ধ্বজভঙ্গ এই শহরে প্রেম নেই
শুধু গেম গেম গেম।।
টাকায় সবই হয়
প্রেমিকা হয় বেশ্যা
তাই!
ভালবেসে টাকা ছেড়ে দিলেম বীণার সুর
সকালের প্রচন্ড সূর্যের আলো বেড়ে গেল আমার একান্ত সিদ্ধান্তে
আমাকে চলতে হবে আলোর মত
নয় হারিয়ে যেতে হবে অমাবস্যায়।
বার বার মরতে চাই না
তাই ছিড়ে দিলাম আত্নবন্ধন।
যেদিন আমার মন ভেঙ্গেছে
সেদিন আমার ঘর ভেঙ্গেছে
অভ্যাসের দাসত্ব থেকে মুক্ত হলাম।
আজ থেকে মুক্তি আমার বন্ধু প্রেমিকা
বন্ধুর জন্য মরতে পারি
হারতে পারি না
জীবন শুধু মৃত্যুর জন্য নয়
বাঁচার জন্যেও
বাঁচতে জানি বাঁচতে জানি
লড়াই করে বাঁচতে জানি।

(ওএস/এস/জানুয়ারি২০,২০১৬)