একটু কিছু ঘটতে যাচ্ছে


বলেছিলাম না : একটা কিছু ঘটতে যাচ্ছে?
আর এ জন্যেই দেখো বঙ্গোপসাগর কিরকম
টালমাটাল
উদ্বেল
অস্থির
পূর্নিমার চাঁদ দেখো কিরকম
বিষন্ন
পান্ডুর
নক্ষত্র-ঔজ্জ্বল্যহীন-সীমাহীন নীলাকাশে
অসীম শূন্যতা
লক্ষ মুজিবের ধ্বনি সঙ্কুচিত ঘুমায় অঘোবে

আটই ফাগ্লুন
উনসত্তুর
পঁচিশে মার্চ
পনেরোই আগষ্ট
তিরিশে মে’র ক’দিন আগেও
বলেছিলাম না: একটা কিছু ঘটতে যাচ্ছে?
তখন কি মিথ্যে বলেছিলাম?
এটুকু জেনো একজন কবি কখনোই মিথ্যে বলে না
যদিও কবির কণ্ঠ কখনো আসক্ত
কখনো উদাসীন
কখনো নিষ্ঠুর
কখনো বেদনাময়
কিন্তু মনে রেখো সে সব সময়ই সত্যাশ্রয়ী
এবং স্থির
নিস্কম্প্র তার কণ্ঠ অহর্নিশ একটি লক্ষ্যের দিকে
ধাবিত
প্রবাহিত

ঘন সিগারেট খাই বলে ভাবো আমি নেশায় উন্মত্ত
এটুকু জানবে : আমার হাতে মুহূর্তের পর মুহূর্তে
একটি সিগাট
একটি দেশলাইয়ের কাঠি
জ্বলে ওঠার অর্থই আমার বিশ্বাসে আমি অবিচল
আমার সিগারেট সে আমার ক্ষুধিত মানুষের
বিপর্যন্ত হৃদয়ের
জ্বলন্ত আগুন
আসন্ন বিপ্লবের বার্তাবাহক
এত দল কোন্দলের বিভেদ সর্বস্ব রাজনীতির অঙ্গনে
ধ্বংসের তীব্রতায়
ক্ষুধার তাড়নায়
প্রদীপের অন্বেষণে বাকরুদ্ধ যে সমাজে
নৈরাজ্যই অনন্ত নির্ভর
দ্বিধায় সংঘাতে ক্লিষ্ট জীবনের দীর্ণতায়
যে সমাজে প্রশ্নবিদ্ধ কবি
যে সমাজে মুক মুঢ় মুখ থুবড়ে পড়ে থাকা বুদ্ধিজীবী
বেদনায় জর্জরিত জনতাও সংগ্রামে বিমুখ
কবির কলমে নেই দুঃখ জ্বালা যন্ত্রনার হাত থেকে
মুক্তির আকুতি
সেই ফসিল সমাজে আজ আলো জ্বলে ওঠার সঙ্কেত ধ্বনি
তোমরা কেউ না শুনলেও
আমি ঠিকই দেখতে পাচ্ছি
একটা কিছু ঘটতে যাচ্ছে।

যুদ্ধ, বন্যা, দুর্ভিক্ষ পীড়িত এই দেশ
এদেশের স্নেহে প্রেমে একনিষ্ঠ
দুঃখ কষ্টে অপরাজেয়
মেহনতি দরিদ্র মানুষ
কারখানার শ্রমিক
প্রেমের কম্পোজিটর
সবাই একত্রিত
ঐক্যবদ্ধ
যুদ্ধে যাবার প্রস্তুতি
সৈনিক হবার ঘোষণা
দৃঢ় হাত উৎত্তোলিত
সংকল্পে অটল
সংঘবদ্ধ
শুনতে পাচ্ছো? ঐ যে ঐ গুলির শব্দ
বুলেট-বেয়োনেটের ধ্বনি
বলেছিলাম না: একটা কিছু ঘটতে যাচ্ছে?




(ওএস/এস/জানুয়ারি২০,২০১৬)