নিউজ ডেস্ক : পুতুল দেখলেই তার দিকে তাকাতে ইচ্ছে করে, কারণ পুতুলের অনেক সৌন্দর্য। আচ্ছা পুতুলের মতো কী মানুষ হয়? উত্তর কী দেবেন ভাবছেন? আমিই বলে দিচ্ছি, হয়। চীনদেশে কোকো নামের এক জলজ্যান্ত বালিকা আছে যে দেখতে পুতুলের মতো সুন্দরী।

এখন ভাবছেন চীনা মেয়ের আবার এ রকম চেহারার হয় নাকী?

জাপানি আর চাইনিজদের চোখের আকৃতি কিন্তু বেশ ছোট হয়। কিন্তু এদের বানানো মোটামুটি সব কার্টুনেই প্রতিটি চরিত্রের চোখ স্বাভাবিকের চেয়ে বেশ বড় হয়। এ রকম এক কার্টুন চরিত্রের নাম ‘টিনা লেপার্ড’। এই চরিত্রটি জাপানে খুব বিখ্যাত।

এটি এতটাই বিখ্যাত যে, চাইনিজ এবং জাপানি মেয়েরা এই কার্টুন চরিত্রের অনেক পোশাক পরে থাকে। কিন্তু কোকো তো আরও কয়েক ধাপ এগিয়ে। সে প্লাস্টিক সার্জারির মাধ্যমে নিজের চেহারাই করে নিয়েছে দূর কোনো গ্রহ থেকে আসা সেই টিনা লেপার্ডের আকৃতির।

কোকো তার নিজের চোয়াল চিকন আর চোখের আকার বড় করেছে প্লাস্টিক সার্জারির মাধ্যমে। আর চোখে পরেছে লেন্স। এ রকম বড় চোখের মনি করার জন্য আর সঙ্গে যাবতীয় সব চোখের মেকআপ, যা তার চোখের এ রকম রূপ দান করেছে।

এখন অনেকেই অনুকরণ করছে কোকোকে।

(ওএস/এটিঅার/মে ৩১, ২০১৪)