গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর উপজেলা যুবউন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে মৎস্য বিষয়ে মাসব্যাপী যুব প্রশিক্ষণ শেষে বুধবার বেলা ১১টায় গৌরীপুর প্রেসক্লাব মিলনায়তনে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।

গৌরীপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা লায়লা আক্তারের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক রফিকুল হক, সহকারী পরিচালক মোঃ জোহায়ের আলী মিয়া, গৌরীপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আলী হায়দার রবিন, সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার, গৌরীপুর যুগান্তর প্রতিনিধি মোঃ রইছ উদ্দিন, সাংবাদিক সেলিম আল রাজ, প্রশিক্ষণার্থী এনামুল হক, চায়না রানী প্রমুখ। পরে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদও পুরস্কার বিতরণ করা হয়।

(এসআইএম/এএস/জানুয়ারি ২০, ২০১৬)