চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহর পৌর বিএনপির ঘোষিত কমিটি স্থগিত করা হয়েছে। বুধবার পাবনা জেলা বিএনপির নেতৃবৃন্দ চাটমোহরে এসে এই কমিটি স্থগিত ঘোষণা করেন। চাটমোহরে বিএনপির নেতৃত্ব নিয়ে চলছে নানা নাটক।

সম্প্রতি পাবনা জেলা বিএনপি উপজেলা ও পৌর বিএনপির টপ ফাইভ ঘোষনা করা হয়। এরপরই পৌর নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনকে কেন্দ্র করে বিদ্রোহী প্রার্থী হিসেবে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রফেসর আ. মান্নানকে জেলা বিএনপি দল থেকে সাময়িক বহিস্কার করা হয়।

একই সাথে প্রফেসর আ. মান্নানের পক্ষে নির্বাচন করার অযুহাতে পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল করিম খান আরজ, যুবদলের পৌর সভাপতি শেখ জিয়ারুল হক সিন্টু, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ আলী মোল্লা, রিয়াজ উদ্দিন মোল্লা, ছাত্রদলের নেতা আদর খান, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক তানভীর জুয়েল লিখনকেও সাময়িক বহিস্কার করা হয়।

নির্বাচনের পর পরই প্রকাশ করা হয় চাটমোহর পৌর বিএনপির নতুন কমিটি। এই কমিটিতে সভাপতি এ এম জাকারিয়া, সাধারণ সম্পাদক এ্যাড. সাইদুর রহমান ও সাংগঠনিক সম্পাদক হিসেবে সিদ্দিকুর রহমান বিশ্বাসের নাম ঘোষণা করা হয়। এই কমিটি ঘোষিত হওয়ার পরই স্থানীয় বিএনপিতে আগুন জ্বলে ওঠে। কমিটিকে প্রত্যাখ্যান করে বিএনপির বৃহৎ অংশ। অবশেষে চরম অসন্তোষের মুখে পাবনা জেলা বিএনপির কয়েকজন নেতা গতকাল বুধবার চাটমোহরে আসেন।

উপজেলা বিএনপির সভাপতি সাবেক এমপি কেএম আনোয়ারুল ইসলামের বাসভবনে বসেন আলোচনায়। নেতা, কর্মী, সমর্থকদের চরম অসন্তোষের মুখে চাটমোহর পৌর বিএনপির কমিটি স্থগিত করতে বাধ্য হন। জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাষ্টার, সহ-সভাপতি তৌফিক হাবিব, পাবনা সদর থানা বিএনপির সভাপতি আবু মুসা, যুবদলের জেলা সাধারণ সম্পাদক মোসাব্বির হোসেন সঞ্জু, উপজেলা বিএনপির সভাপতি কে এম আনোয়ারুল ইসলাম, যুগ্ম সম্পাদক আ. কুদ্দুস আলোসহ অন্যান্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

পাবনা জেলা বিএনপির নেতা শেখ তৌফিক হাসান কমিটি স্থগিতের বিষয়টি নিশ্চিত করে জানান, চাটমোহর পৌর বিএনপির ঘোষিত কমিটি স্থগিত করা হলো। পরবর্তীতে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আ. কুদ্দুস আলোও কমিটি স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন। উপজেলার তৃণমূলের নেতা-কর্মীরা সম্মেলনের মাধ্যমে দলের কমিটি গঠণের জোর দাবি জানিয়েছে।

(এসআইএম/এএস/জানুয়ারি ২০, ২০১৬)