নারায়ণগঞ্জ প্রতিনিধি :নারায়ণগঞ্জের কালীবাজার চারারগোপ এলাকায় একটি কাঁচামালের আড়তে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে অন্তত ১০টি দোকান ভস্মীভূত হয়েছে বলে জানা গেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

হাজীগঞ্জের স্টেশন মাস্টার বেলাল হোসেন জানান, তিনটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। তবে তিনি ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি। এ ছাড়া আগুন লাগার কারণ জানাতে পারেননি তিনি।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আবদুল মালেক বলেন, রাত সাড়ে ১২টার দিকে ওই এলাকার একটি কাঁচামালের আড়তে আগুন লাগে। এলাকাবাসী ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।


(ওএস/এস/জানুয়ারি ২১,২০১৬)