রংপুর প্রতিনিধি :মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব এস এম ইয়াসিরের ওপর হামলার প্রতিবাদে ডাকা সকাল-সন্ধ্যা হরতালে অচল হয়ে পড়েছে রংপুর মহানগরী।

বৃহস্পতিবার সকাল থেকে হরতাল চলাকালে রংপুর-দিনাজপুর মহাসড়কে কোনো প্রকার দূরপাল্লার যানবাহন চলাচল করতে দেখা যায়নি। সকাল থেকেই পানের দোকান থেকে শুরু করে ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ঘুরছে না সাইকেল, রিকশা, মোটরসাইকেলসহ ভারী যানবাহনের চাকা। আর এতে সাধারণ মানুষের পাশাপাশি চরম দুর্ভোগে পড়েছে চাকরিজীবীসহ শিক্ষার্থীরা। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

এদিকে জাপা নেতার ওপর হামলার ঘটনায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ আদালতে তাদের সোপর্দ করে চারদিনের রিমান্ড আবেদন করা হবে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপ-পরিদর্শক মকবুল হোসেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- নগরীর গণেশপুর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে আকাশ ওরফে মামুন (২৫), আব্দুল লতিফের ছেলে রেজাউল করিম বাদল (৩৪), সাতগড়া মিস্ত্রিপাড়া এলাকার আমির হোসেনের ছেলে নুর হোসেন সুজন (২৩) এবং পালপাড়া মন্দির এলাকার ইউসুফ আলীর ছেলে আমিরুল ইসলাম শুভ (২৬)।

হরতাল সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়ে নগরীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছে স্থানীয় জাতীয় পার্টির নেতাকর্মীরা। কোথাও কোথাও মিছিলের পাশাপাশি চলছে পিকেটিং।

সকালে শাপলা চত্বরে মিছিল শেষে মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা জানান, ইয়াসিরের ওপর হামলা এবং রংপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রতিবাদেই এই হরতাল চলছে। হরতালে দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সমর্থন থাকায় রংপুরের সর্বস্তরের মানুষ সাড়া দিয়েছে।

জাতীয় পার্টির সকল স্তরের নেতাকর্মীরা নগরীর পায়রা চত্বর, শাপলা চত্বর, লালবাগ, মেডিকেল মোড়, ডিসির মোড়, মডার্ন মোড়, দর্শনা মোড়, টারমিনালসহ বিভিন্ন পয়েন্টে নেতাকর্মীরা অবস্থান নিয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপ-পরিদর্শক মকবুল হোসেন জানান, জাপা নেতা ইয়াসিরের ওপর হামলার ঘটনায় নগরীর বিভিন্ন এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার জুমার নামাজ শেষে মুন্সিপাড়ায় বাবার কবর জিয়ারত করে বাসায় ফেরার পথে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব ক্লিন ইমেজের নেতা হিসেবে পরিচিত এসএম ইয়াসির আহম্মেদ। এ ঘটনায় মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা করেছেন।


(ওএস/এস/জানুয়ারি ২১,২০১৬)