স্টাফ রিপোর্টার : দেশের সবচেয়ে বড় ফরমালিন হলো কালো টাকা বলে মন্তব্য করেছেন ড. কামাল হোসেন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর বিএমএ অডিটরিয়ামে নাগরিক ঐক্যের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

ড. কামাল হোসেন বলেন, ফরমালিনের কথা বলা হচ্ছে। এই ফরমালিন এখন রাজনীতির মধ্যে ঢুকে পড়েছে। এ ফরমালিনের কারণে দেশে ব্যাংকগুলো ডাকাতি হয়ে যাচ্ছে এবং দেশে বড় বড় দলের নেতারা ক্যাডার দিয়ে মানুষ হত্যা করছেন।

ড. কামাল বলেন, দেশে কালো টাকার কথা বলা হয়। সেই টাকাকে আমরা ডাকাতির টাকা বলতে পারি। কারণ, এদেশে ৪ হাজার কোটি টাকার ব্যাংক কেলেঙ্কারি হয়। সারা বিশ্বে ৪ হাজার কোটি টাকা দুর্নীতির মাধ্যমে লুটে খাওয়া হয় নাই। যে কারণে দেশের সবচেয়ে বড় ফরমালিন হলো কালো টাকা।

তিনি বলেন, একটা দেশের জন্য রাজনীতির কোনো বিকল্প নাই। রাজনীতি দিয়ে দেশের মানুষকে মুক্ত করা যায়। কিন্তু বর্তমান সেই রাজনীতির মধ্যে এখন ফরমালিন ঢুকে পড়েছে। সময় এসেছে, রাজনীতিকে ফরমালিনমুক্ত করতে হবে।

অনুষ্ঠানে সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, দেশকে দানবের হাত থেকে মুক্ত করতে হবে। নারায়ণগঞ্জের ঘটনার দিকে তাকালে সারাদেশের সব কিছু দেখতে পাবেন। কিভাবে একজন হেলপার থেকে এতো বড় ক্ষমতার মালিক হতে পারে।

‘মুক্তিযুদ্ধের চেতনায় মুক্তির লক্ষ্যে ঐক্যবদ্ধ হোন’ স্লোগানে এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- জেএসডির সভাপতি আ স ম আব্দুল রব, নাগরিক ঐক্যের উপদেষ্টা এসএম আকরাম প্রমুখ।

(ওএস/এটিআর/মে ৩১, ২০১৪)