পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুর-ঢাকা মহাসড়কে দুর্ঘটনা কমাতে ও নিরাপদ মহাসড়ক তৈরিতে পীরগঞ্জের থ্রি-হুইলার চালকদের সাথে এক আলোচনা সভা করা হয়েছে।

বৃহষ্পতিবার দুপুরে উপজেলার রামনাথপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে বড়দরগা হাইওয়ে পুলিশ ফাঁড়ীর আয়োজনে ওই আলোচনা সভায় হাইওয়ে পুলিশের বগুড়া রিজিয়নের এসপি ইসরাইল হাওলাদার প্রধান অতিথি ছিলেন।

অনুষ্ঠানে ৩’শতাধিক থ্রি-হুইলার চালকের মাঝে বক্তব্য রাখেন- হাইওয়ে সার্কেল এএসপি আনোয়ার হোসেন, ওসি- রেজাউল করিম, সার্জেন্ট নাজমুল হোসেন, উপজেলা আ’লীগ সম্পাদক তাজিমুল ইসলাম শামীম, ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, সাংবাদিক সরওয়ার জাহান, প্রধান শিক্ষক সাদেকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে চালকদের বিভিন্ন প্রশ্ন ও সমস্যার কথা শোনা হয়েছে।

বক্তারা বলেন- মহাসড়কের পরিবর্তে যদি থ্রি-হুইলারগুলো পার্শ্ববর্তী সড়কে চলাচল করে, তাহলে দুর্ঘটনা কমবে। ফলে জীবন রক্ষা পাবে। দেশে মাত্র ৩ হাজার কিলোমিটার মহাসড়ক রয়েছে। মহাসড়ক ছাড়া ২২ হাজার কিলোমিটার সড়কে থ্রি-হুইলার চলতে পারবে। চালক-যাত্রী-পথচারীদের জীবন বাঁচাতেই সরকার মহাসড়কে উল্লেখিত যান চলাচল নিষিদ্ধ করেছে। পাশাপাশি মহাসড়কের উভয়পার্শ্বে বর্ধিত করার দাবিটিও সংশ্লিষ্ট বিভাগে প্রেরন করা হবে।

(জেকেবি/এএস/জানুয়ারি ২১, ২০১৬)