নিউজ ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত সাময়িকী ফোর্বস জানিয়েছে, বিশ্বে ক্ষমতাধর নারীর তালিকায় ৪৭ তম স্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমবারের মতো এই তালিকায় স্থান পেলেন তিনি।

গত বুধবার সাময়িকীটি এই তালিকা প্রকাশ করে। তালিকায় প্রথম স্থানে আছেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল।

সাময়িকীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে বলা হয়েছে, শতকরা ৯০ ভাগ মুসলিম অধ্যুষিত দেশটিতে টানা দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আছেন শেখ হাসিনা ওয়াজেদ। তালিকায় শীর্ষ ৫ জনের মধ্যে তিনজনই রাজনীতিক। তারা নিজ দেশের পাশাপাশি আন্তর্জাতিক রাজনীতিতেও প্রভাব রাখছেন। মার্কেল গত দশ বছরের মধ্যে নয়বার তালিকার শীর্ষ অবস্থানে। দ্বিতীয় স্থানে আছেন মার্কিন ফেডারেল রিজার্ভ ব্যাংকের চেয়ারম্যান জেনেট ইয়েলিন। তৃতীয় স্থানে মার্কিন ধনকুবের বিল গেটসের স্ত্রী ও দাতব্য প্রতিষ্ঠান বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সহ-সভাপতি মেলিন্ডা গেটস। ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফ ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিন লাগার্দে আছেন যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে। ষষ্ঠ স্থান দখল করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা আছেন আট নম্বরে। ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথ এবার ৩৫ নম্বরে স্থান পেয়েছেন। নোবেল বিজয়ী মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অংসান সু চি আছেন ৬১ নম্বরে। ক্ষমতাধর নারীর এই তালিকা তৈরিতে ফোর্বস বিশ্বে নীতিনির্ধারণী কাজে তাদের প্রভাব, আর্থিক সক্ষমতা এবং গণমাধ্যমে তাদের প্রভাবসহ বিভিন্ন বিষয় বিবেচনা করা হয়।

(ওএস/এটিআর/মে ৩১, ২০১৪)