স্টাফ রিপোর্টার : যোগাযোগমন্ত্রী ওবাদুল কাদের রাজধানীতে লাইসেন্স বিহীন মোটরসাইকেল চলাচল বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিআরটিএকে নির্দেশ দিয়েছেন।

শনিবার মহাখালী বাস টার্মিনালে সড়ক দুর্ঘটনা রোধে বিআরটিএ আয়োজিত সচেতনতামূলক ক্যাম্পইনে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

এ সময় বাস চালকদের নিবিড় প্রশিক্ষণ দেয়ার পাশাপাশি নারী চালকের সংখ্যা বাড়ানোর আশ্বাস দেন মন্ত্রী।

ওবায়দুল কাদের জানান, ফিটনেস ছাড়া যাত্রীবাহী বাস অপসারণ করে নতুন বাস আমদানি করা হবে এবং সড়ক নিরাপদ রাখতে প্রতি সপ্তাহেই এ ধরনের ক্যাম্পেইন চলবে।

(ওএস/এটিআর/মে ৩১, ২০১৪)