নওগাঁ প্রতিনিধি : গত দু’দিনের ঝিরঝিরে বৃষ্টিতে নওগাঁ অঞ্চলে কনকনে শীত জেঁকে বসেছে। শুক্রবার নওগাঁয় তাপাঙ্ক বেশ নেমে গেছে। গত তিনদিন ধরে এ অঞ্চলে সূর্যের দেখা মেলেনি। একে মেঘাচ্ছন্ন আকাশ, তার ওপর ভোর থেকে উত্তরের হিমেল বাতাস শীতের তীব্রতাকে কয়েকগুন বাড়িয়ে দিয়েছে। কনকনে শীতে এখানে জনজীবন কাহিল হয়ে পড়েছে।

এদিন শহরের চা দোকানগুলোতে ভিড় ছিল চোখে পড়ার মত। গরম চা’র পেয়ালায় চুমুক দিয়ে অনেককেই একটু উষ্ণতা লাভের চেষ্টা করতে দেখা গেছে। শহরের বিভিন্ন অলি-গলিতে খর-কুটো জড়িয়ে আগুনে শরীর তাপাতে দেখা যায়। কর্মজীবি মানুষ অনেকটাই ঘরবন্দি হয়ে পড়ে। মাঠে বোরো চাষের জমি তৈরীর কাজও ব্যাহত হয়ে পড়েছে। শীতে বৃদ্ধ ও শিশুরা শ্বাসকষ্ট ও নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়েছে। শীতের তীব্রতা বৃদ্ধির কারনে ছুটির দিন হলেও শহরের গরম কাপড়ের দোকান গুলোতে বেশ ভিড় দেখা যায়।


(বিএম/এস/জানুয়ারি ২২,২০১৬)