মাদারীপুর প্রতিনিধি :নৌপরিবহণমন্ত্রী শাজাহান খান বলেছেন, কোন আন্দোলন জনগণের স্বার্থে জড়িত না থাকলে সেই আন্দোলন জনগণ কখনই গ্রহণ করে না। মানুষের নিজস্ব দাবী না থাকলেও সে আন্দোলনও কেউ গ্রহণ করে না। শুক্রবার বিকেলে মাদারীপুরের চরমুগরিয়া কলেজের গেট উদ্বোধন শেষে নৌপরিবহণমন্ত্রী শাজাহান খান এ কথা বলেন।

জাতীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে আশা রেখে নৌমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন দিনে দিনে আরো শক্তিশালী হবে। সে সময় নির্বাচন আরো সুষ্ঠুভাবে হবে। যতই দিন যাবে ততই নির্বাচন শান্তিপূর্ণভাবে হবে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে কি না সেটা নির্ভর করে নির্বাচন কমিশনের উপর।

জাতীয় নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করে যে ভুল করেছে তা এখন মর্মে মর্মে উপলদ্ধি করছে বলেও মন্তব্য করেন নৌমন্ত্রী।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, চরমুগরিয়া কলেজের অধ্যক্ষ আব্দুল হান্নান মোল্লা, জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সস্পাদক ওবায়দুর রহমান খানসহ অন্যরা।


(এএসএ/এস/জানুয়ারি,২০১৬)