নওগাঁ প্রতিনিধি : “তামাকের ওপর কর বাড়াও, রোগ মৃত্যুর হার কমাও“ এই প্রতিপাদ্য নিয়ে র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে শনিবার নওগাঁয় বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে। সকালে নওগাঁ সিভিল সার্জন অফিস চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।

এ উপলক্ষ্যে এক আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাজনীন হোসেন। নার্স ট্রেনিং ইন্সটিটিউট মিলনায়তনে সিভিল সার্জন ডা. মোঃ আলাউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে ডা. জাহিদ নজরুল চৌধূরী, ডা. কাজী মিজানুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা মোতাহার হোসেন, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মাহবুবুর রহমান চৌধূরী, রানীর প্রধান নির্বাহী ফজলুল হক খান, লায়লা আরজুমান্দ বানু, আলো দাস, ছাত্র আসলাম হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা জানান, আমাদের দেশে ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারে ৮০ হাজার লোক মারা যায়, ৩ লাখ ৮২ হাজার লোক চিরস্থায়ী পঙ্গুত্ব বরন করে এবং ১২ লাখ লোক স্থায়ী রোগে আক্রান্ত হয়। তামাক ও তামাকজাত দ্রব্য ব্যবহারে চিকিৎসার জন্য ব্যয় করা হয় ১১ হাজার কোটি টাকা ব্যয় হয়। অথচ তামাকজাত দ্রব্য থেকে সরকার রাজস্ব পায় মাত্র আড়াই হাজার কোটি টাকা বলে সভায় জানানো হয়।
(বিএম/এএস/মে ৩১, ২০১৪)