গোপালগঞ্জ প্রতিনিধি :গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় স্কুলে যাওয়ার সময় বাস চাপায় তানজিলা আকতার (৯) নামে এক স্কুল ছাত্রী নিহত হয়েছে।

আজ শনিবার বেলা সোয়া ১১ টার দিকে গোপালগঞ্জ-টুঙ্গীপাড়া সড়কের মল্লিকের মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সে গিমাডাঙ্গা মুন্সিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। তানজিলা আকতার টুঙ্গীপাড়া উপজেলার শ্রীরামকান্দি উত্তরপাড়া গ্রামের আমীর হোসেনের মেয়ে।

টুঙ্গীপাড়া থানার ভারপ্র্প্তা কর্মকর্তা মাহমুদুল হক জানিয়েছেন, তানজিলা আকতার স্কুলে যাচ্ছিলো। এ সময় ঘটনাস্থলে রাস্তা পারাপারের সময় গোপালগঞ্জ থেকে টুঙ্গীপাড়ার বাঁশবাড়িয়াগামী এস এম পরিবহনের একটি লোকাল বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। তিনি আরো জানান, ঘাতক বাসটিকে পুলিশ আটক করেছে।


(এমএইচএম/এস/জানুয়ারি২৩,২০১৬)