গোপালগঞ্জ প্রতিনিধি :গোপালগঞ্জের দারু শিল্পী বিজয় পান্ডে মারা গেছেন। শুক্রবার রাতে তিনি বার্দ্ধক্যজনিত কারনে সদর উপজেলার গান্ধিয়াশুর গ্রামে মারা যান। এসময় তার বয়স হয়েছিল ৮৫ বছর। গোপালগঞ্জের নিভৃত গ্রামে বসে বছরের পর বছর ধরে কাঠ দিয়ে মূর্তি তৈরী করে যাচ্ছিলেন এই দারু শিল্পী।

তার তৈরী করা কাঠের মূর্তি স্থান পেয়েছে বাংলাদেশের যাদুঘরে। দেশের গন্ডি পেরিয়ে ভারতের বিভিন্ন মন্দিরেও স্থান করে নিয়েছে কাঠ দিয়ে তৈরী এই শিল্পীর বিভিন্ন দেব-দেবীর মূর্তি। তাঁর শেষ ইচ্ছা ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে মূর্তিটি তৈরী করে তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে পৌঁছে দেবেন।

অনেকটা লোক চক্ষুর অন্তরালেই দীর্ঘ ৫০ বছর ধরে দারু শিল্পের সঙ্গে জড়িত ছিলেন তিনি। তাঁর হাতে তৈরী করা একটি পালকী বাংলাদেশের জাদুঘরে সংরক্ষিত রয়েছে। যশোরের ইসকন মন্দিরেও তার বানানো কয়েকটি মূর্তি রয়েছে। শুধু তাই নয় দেশ ছাড়িয়ে ভারতের পশ্চিমবঙ্গের অনেক মন্দিরে শোভা পাচ্ছে তার হাতে তৈরী বিভিন্ন দেব-দেবীর অসংখ্য মূর্তি। এই দারু শিল্পী হারমোনিয়াম ও গিটার তৈরীতেও সিদ্ধহস্ত ছিলেন।
আজ শনিবার দুপুরে তাঁর গ্রামের বাড়িতে পারিবারিক শ্মশানে সমাহিত করা হয়।



(এমএইচএম/এস/জানুয়ারি২৩,২০১৬)