ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সঙ্গীত শুদ্ধরুপে পরিবেশন সংক্রান্ত এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১টায় উপজেলা শহীদ মিনার চত্ত্বরে জাতীয় সংসদের হুইপ শহীদুজ্জামান সরকার এমপির ঐকান্তিক প্রচেষ্টায় এবং জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালা উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ শহীদুজ্জামান সরকার এমপি।

এ কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দেবাশীষ বিশ্বাস ও জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের সদস্য আমিনুল হক বাবুল। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মঈন উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম, উপজেলা প্রকৌশলী ও কর্মশালার প্রধান সমন্বয়কারী আলী হোসেন, উপজেলা শিক্ষা অফিসার রবিউল ইসলাম, প্রধান শিক্ষক এসএম খেলাল-ই-রব্বানী প্রমুখ। কর্মশালায় উপজেলার সকল প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা ও কলেজের ১জন করে প্রতিনিধি অংশ গ্রহণ করেন।

(এএইচবি/এএস/জানুয়ারি ২৩, ২০১৬)