স্পোর্টস ডেস্ক, ঢাকা : প্রথম চার ম্যাচে হার। সিরিজ জয়ের সম্ভাবনা তো নেই’ই। তবে শেষ ম্যাচটায় নিজেদের মান বাঁচানোর জন্য অন্তত একটি জয় প্রত্যাশা করছিল ভারত; কিন্তু সে আশায়ও সম্ভবত গুড়ে বালি। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে প্রথমে ব্যাট করতে নেমে জোড়া সেঞ্চুরিতে ভারতের সামনে ৩৩০ রানের বিশাল চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে অস্ট্রেলিয়া।

টস জিতে রান তাড়া করার ঝুঁকি নেন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। যে কারণে, স্বাগতিক অস্ট্রেলিয়াকেই প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান তিনি। এমনকি, সে লক্ষ্যে অস্ট্রেলিয়ার ইনিংসে প্রথম দিকেই ধাক্কা দিতে পেরেছেন ভারত অধিনায়ক। দলীয় ৬ রানের মাথায়ই গত ম্যাচের সেঞ্চুরিয়ান অ্যারোন ফিঞ্চকে সাজঘরে ফেরান ইশান্ত শর্মা।

তবে দ্বিতীয় উইকেট জুটিতে ডেভিড ওয়ার্নার এবং স্টিভেন স্মিথের ব্যাটে ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়া। ৫৮ রানের জুটি গড়েন এ দু’জন। দলীয় ৬৪ রানের মাথায় ব্যাক্তিগত ২৮ রানে ফিরে যান স্টিভেন স্মিথ। এরপর দ্রুত আরও দুটি উইকেট পড়ে অস্ট্রেলিয়ার। ৬ রান করে ঋশি ধাওয়ানের বলে আউট জন জর্জ বেইলি। শন মার্শ রানআউট হয়ে যান ৭ রান করে।

১১৭ রানের মাথায় চতুর্থ উইকেট পড়ার পরই ভারতীয়দের সামনে প্রতিরোধ গড়ে তোলেন দুই অসি ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার এবং মিচেল মার্শ। ১১৮ রানের বিশাল এক জুটি গড়ে তোলেন তারা দু’জন। দলীয় ২৩৫ রানের মাথায় ১২২ রান করে আউট হন ওয়ার্নার। ১০০ বলে ক্যারিয়ারের ১৭তম সেঞ্চুরি করেন অসি ওপেনার। ৯টি বাউন্ডারি আর ৩টি ছক্কায় সাজানো ছিল তার ইনিংস।

এরপর ম্যাথ্যু ওয়েডকে নিয়ে জুটি গড়েন মিচেল মার্শ। ৮৫ রানের জুটি গড়ার পরই বিচ্ছিন্ন হন তারা দু’জন। ২৭ বলে ৩৬ রান করে আউট হন ম্যাথ্যু ওয়েড। জেমস ফকনার এসে আউট হয়ে যান মাত্র ১ রান করে। ২ রানে অপরাজিত থাকেন জন হাস্টিংস। আর অপরপ্রান্তে মিচেল মার্শ ঝড়ো ব্যাটিং করে ৮৪ বলে অপরাজিত থাকেন ১০২ রানে। ৯টি বাউন্ডারির সঙ্গে তিনি ছক্কা মারেন ২টি। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ৩৩০ রানের বিশাল সংগ্রহ গড়ে তোলে অস্ট্রেলিয়া।

ভারতীয় বোলারদের মধ্যে ২টি করে উইকেট নেন ইশান্ত শর্মা এবং জসপ্রিত ভুমরাহ। ১টি করে উইকেট নেন উমেষ যাদব এবং ঋশি ধাওয়ান।

এ রিপোর্ট লেখার সময় জয়ের জন্য ব্যাট করছে ভারত। ৪৫.১ ওভারে ৩ উইকেট হারিয়ে ভারতের রান ২৮৫। ৮০ রান নিয়ে ব্যাট করছেন মানিষ পান্ডে এবং ১৬ রান নিয়ে উইকেটে রয়েছে মহেন্দ্র সিং ধোনি। ২৯ বলে ভারতের প্রয়োজন এখনও ৪৬ রান।

(ওএস/পি/জানুয়ারি ২৩, ২০১৬)