জকিগঞ্জ প্রতিনিধি :বিশ্বের দরবারে বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হয়েছে। এখন বিশ্ববাসী বাংলাদেশকে শ্রদ্ধার চোখে দেখে। আমাদের নতুন প্রজন্ম শ্রদ্ধা নিয়ে বেঁচে থাকবে। বাংলাদেশে শিক্ষা বিপ্লব শুরু হয়েছে। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের শিক্ষার উন্নয়নে এগিয়ে আসতে হবে। এখনো বাংলাদেশে শিক্ষার গুণগত মান ভালো না থাকলেও সমাজের প্রভাবশালী সকল মানুষ শিক্ষার সহযোগীতায় এগিয়ে আসলে বাংলাদেশে শিক্ষার গুণগত মান উন্নয়ন করা সম্ভব হবে।

শনিবার জকিগঞ্জের সাজ্জাদ মজুমদার বিদ্যানিকেতন মাঠে হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্টের ৩২ তম বৃত্তি পরীক্ষায় জকিগঞ্জ কানাইঘাটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬৩৫ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে পূবালী ব্যাংক ও রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এবং ট্রাস্টের প্রতিষ্ঠাতা আলহাজ্ব হাফিজ আহমদ মজুমদার এসব কথা বলেন।

সমাজসেবী আব্দুল মালিক তাপাদার কালনের সভাপতিত্বে ও ট্রাস্টের সহকারী সচিব শুভ্র কান্তি দাস চন্দনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্কলার্স হোমের একাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. কবির এইচ চৌধুরী, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল যুবায়ের সিদ্দিকী, বিশিষ্ট কথাশিল্পী ও সাহিত্যিক, কলামিষ্ট, দৈনিক সিলেটের ডাকের নির্বাহী সম্পাদক আব্দুল হামিদ মানিক, প্রিন্সিপাল নাজমুল বারী জামালী, স্কলার্স হোমের উপাধ্যক্ষ এম এ আজিজ, মজুমদার কন্যা রানা লায়লা হাফিজ মজুমদার, স্কলার্স হোমের প্রভাষক কাজী সাহেদা আক্তার।

অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মাহতাব উদ্দিন, অধ্যক্ষ আজির উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম, প্রাথমিক শিক্ষা অফিসার রফিজ উদ্দিন মিঞা, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুশ শহীদ তাপাদার, প্রধান শিক্ষক রওশন আরা, প্রধান শিক্ষক খাজা আজির উদ্দিন। অনুষ্ঠানে ট্রাস্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেন ট্রাস্টি খায়রুল আলম, শুভেচ্ছা বক্তব্য রাখেন সাজ্জাদ মজুমদার বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক ও পরীক্ষা নিয়ন্ত্রক মো. কুতুব উদ্দিন। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে অনুভূতি প্রকাশ করেন শুআইব শাহারিয়ার সাইফ, সাইদুজ্জামান, খাদিজা আক্তার তারিন প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলায়ত করেন প্রধান শিক্ষক কাজী মো. কাসেম ও গীতা পাঠ করেন প্রধান শিক্ষক পাঁচু মোহন বিশ্বাস।

অনুষ্ঠানে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও ট্রাস্টের ভাইস চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী, ট্রাস্টি মেজর নাজিম উদ্দিন মজুমদার, উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক মোস্তাকিম হায়দর, হাফছা মজুমদার মহিলা কলেজের অধ্যক্ষ নিয়াজুর রহমান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সাজনা সুলতানা হক চৌধুরী, সহকারী অধ্যাপক হরিপদ দত্ত, শিল্পপতি সাইফ উদ্দিন খালেদ, ট্রাস্টি বিবেক বিহারী বিশ্বাস, লন্ডনের কমিউনিটি নেতা কাওসার আহমদ চৌধুরী, ইউপি চেয়ারম্যান কবির আহমদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক এমএজি বাবর, আব্দুল আহাদ, সাংবাদিক শ্রীকান্ত পাল, কেএম মামুন, আহমেদুল হক চৌধুরী বেলাল, আল হাছিব তাপাদার প্রমুখ।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ ১১৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬৩৫ জন শিক্ষার্থীর হাতে সনদ ও বৃত্তি তুলে দেন।


(এসকেপি/এস/জানুয়ারি২৩,২০১৬)