গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে ট্রাক চাপায় বিকাশ বিশ্বাস (৬৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে।

রবিবার (২৪ জানুয়ারি) সকালে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের বেদগ্রাম নাদের আলি ছাদের আলি স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সওগাতুল আলম জানিয়েছেন, সকাল ৭টার দিকে ওই সড়কের বেদগ্রাম নিজ চা দোকানের সামনে রাস্তা পারাপারের সময় তাকে লরিটি চাপা দেয়। লরিটি কোটালীপাড়ার দিক থেকে মাটি বোঝাই করে শহরের দিকে যাচ্ছিল। তাকে গুরুতর আহতাবস্থায় গোপালগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান।

(ওএস/এস/জানুয়ারি২৪,২০১৬)