নিউজ ডেস্ক : দলে কো-চেয়ারম্যান পদে জিএম কাদেরকে দায়িত্ব প্রদান ও মহাসচিব পরিবর্তনের সিদ্ধান্ত পুনঃবিবেচনার সুযোগ নেই জানিয়ে জাতীয় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদকে চিঠি দিয়েছেন পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ। আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে একথা জানানো হয়।

এরশাদের সিদ্ধান্ত পুনঃবিবেচনার আহ্বান জানিয়ে রওশন এরশাদের বিবৃতির প্রেক্ষিতে পাল্টা বিবৃতিতে এরশাদ জানান, তার নেয়া সিদ্ধান্ত পুনঃবিবেচনার কোনো সুযোগ নেই। এরশাদ বলেন, গঠনতান্ত্রিকভাবেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই সিদ্ধান্তের ফলে জাতীয় পার্টিতে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

তিনি আরো বলেন, দলের মধ্যে কোনো বিবেধ বা অনৈক্য নেই। পার্টি আগামীতে সাংগঠনিকভাবে আরো শক্তিশালী হবে বলে বেগম রওশন এরশাদকে তিনি আশ্বস্ত করেছেন। আজ রবিবার এই বিষয়টি তিনি রওশন এরশাদকে পত্রের মাধ্যমে জানিয়ে দিয়েছেন।




(ওএস/এস/জানুয়ারি২৪,২০১৬)