মাদারীপুর প্রতিনিধি :মানুষ যখন অপরাধ করে সেই অপরাধের যখন প্রতিক্রিয়া হয় তখন তারা নিঃশ্চুুপ হয়ে যায়। তেমনি বিএননি-জামায়াত এখন রাজনীতির মাঠে আসার সাহস হারিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহণমন্ত্রী শাজাহান খান।

রবিবার দুপুরে মাদারীপুর শহরের ইউআই সরকারি ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে পুরস্কার বিতরণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

নৌমন্ত্রী আরো বলেন, ২০১৩-১৪ সালের বিএনপি ও জামায়াত অন্যায়ভাবে মানুষ হত্যার পাশাপাশি তান্ডব চালিয়েছিল শেখ হাসিনাকে উৎখাত করার জন্য। যখন দেখল এতেও শেখ হাসিনাকে ক্ষমতাচুৎ করা সম্ভব না, তখন তারা রাজনীতির মাঠে আসার সাহস হারিয়ে ফেলেছে। আর মানুষের কাছে এই প্রশ্নের জবাব দেবার ভাষা নেই বিএনপি ও জামায়াতের। তাই তারা নিঃশ্চুপ হয়ে গেছে।

নৌপথে ফেরি ও লঞ্চ চলাচল স্বাভাবিক রাখতে নদী খননে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান নৌমন্ত্রী। এতে যাত্রীদের ভোগান্তি কমবে বলেও জানান তিনি।

এরপর মন্ত্রী “বর্তমান সরকারের অর্জিত সফলতা, উন্নয়ন ভাবনা এবং ভিশন ২০২১” বিষয়ক এক আলোচনা সভা প্রধান অতিথি হিসেব যোগ দেন। সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান।
জেলা তথ্য অফিসের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে আলোচনা করেন জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন বিশ্বাস, সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান ফকির, উপজেলা নির্বাহী অফিসার মো. শফিউর রহমান, সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান শাহাবুদ্দিন হাওলাদার ও মহিলা ভাইস-চেয়ারম্যান পারভিন জাহান প্রমুখ।




(এএসএ/এস/জানুয়ারি২৪,২০১৬)