নাটোর প্রতিনিধি : জাতীয় বিশবিদ্যলয়ের অধিভুক্তি নবায়নসহ অন্যান্য ফি বৃদ্ধির প্রতিবাদে শনিবার নাটোরে অধ্যক্ষ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় একটি রেস্তোরায় বড়াইগ্রাম ডিগ্রী কলেজের অধ্যক্ষ আফসার আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সিংড়ার বিল হালতি ত্রীমোহনী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোকছেদ আলী, নলডাঙ্গা নজমুল হক ডিগ্রী কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন শাহ গোলাপ, নাটোর এমকে কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, সিটি কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসাইন খান, মহিলা কলেজের অধ্যক্ষ রেজাউল করিম, অধ্যক্ষ ইসাহাক আলী, অধ্যক্ষ আবুল আসাদ প্রমুখ।
বক্তারা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ কোন কারন ছাড়াই জাতীয় বিশবিদ্যলয়ের অধিভুক্তি নবায়নসহ অন্যান্য ফি কয়েক গুন বৃদ্ধি করেছে। আগে চারটি কোর্সে নবায়ন ফি প্রতি বছরে তিন হাজার টাকা করে ১২ হাজার টাকা লাগতো । এখন নতুন নিয়মে তিন বছরের একবারে একটি কলেজের চারটি কোর্সের নবায়ন বাবদ ফি জমা দিতে হবে ৮০ হাজার টাকা। তারা অভিযোগ করে বলেন, ডিগ্রীতে শিক্ষার্থী ভর্তির জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কোন ফরম সরবরাহ করা হয়না। অথচ ফরমের দাম নেয়া হয় ১৬০ টাকা করে । এসব কারনে কলেজের খরচ বাড়ার পাশাপাশি গ্রামের দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা ব্যয় বৃদ্ধি পাচ্ছে। জাতীয় বিশবিদ্যলয়ের অধিভুক্তি দেশের আড়াই হাজার কলেজের মধ্যে শহরের দু’একশ কলেজ ছাড়া সবই গ্রামের কলেজ। গ্রামের এসব কলেজের পক্ষে এই ফি দেয়া খুবই কষ্টকর হবে। তারা এ ব্যাপারে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর জরুরী ভাবে হস্তক্ষেপ কামনা করেছেন। জাতীয় বিশবিদ্যলয়ের অধিভুক্তি নাটোর জেলার অধিকাংশ কলেজের অধ্যক্ষ এই সমাবেশে অংশ নেন।

(এমআর/এএস/মে ৩১, ২০১৪)