মাগুরা প্রতিনিধি : মাগুরা জেলা প্রশাসনের আয়োজনে ডিজিটাল উদ্ভাবনী মেলা কালেকটরেট চত্বরে আজ থেকে শুরু হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদ ও আইটি প্রতিষ্ঠান এ মেলায় অংশ গ্রহণ করেছে।

মেলা উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র‌্যালী শহর প্রদক্ষীণ শেষে কালেকটরেট ময়দানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহবুবর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু, সদর উপজেলা চেয়ারম্যান রুস্তম আলী,সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবুল ফকির প্রমুখ।

(ডিসি/এএস/জানুয়ারি ২৫, ২০১৬)