গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় অবৈধ নসিমন চালকদের হামলায় সড়ক উন্নয়নের ৩০ শ্রমিক আহত হয়েছে। সোমবার কোটালীপাড়া- কান্দি সড়কের ধারাবাশাইল শেখ হাসিনা মহাবিদ্যালয় ছাত্রাবাসের সামনে এ হামলার ঘটনা ঘটে।

জানা গেছে, সোমবার দুপুরে কোটালীপাড়া-কান্দি সড়কের উন্নয়নের জন্য ঠিকাদারী প্রতিষ্ঠান অনামিকা ট্রের্ডাসের একটি ট্রাক থেকে শ্রমিকরা পাথর নামাচ্ছিল। এ সময় কান্দি থেকে ছেড়ে আসা একটি নসিমন চালক ট্রাক চালক জব্বারকে সাইড দিতে বলে। এ নিয়ে টমটম চালক সলেমান মিয়ার সাথে শ্রমিকদের সঙ্গে কথা কাটাকাটি হয়।

এ ঘটনায় নসিমন চালক উপজেলার পশ্চিমপাড় এসে অন্যান্য টমটম চালকদের সঙ্গে নিয়ে ধারাবাশাইল শেখ হাসিনা মহাবিদ্যালয় ছাত্রাবাসের সামনে থাকা সড়ক উন্নয়ন শ্রমিকদের উপর হামলা চালায়। হামলায় ৩০ শ্রমিক আহত হয়। তাদের মধ্যে গুরুতর আহত আলম মৃধা (৪০) , আবুল কাশেম(৩৮), সুমন আলী (১৯), সিরাজ শেখ (৩২), জুয়েল শেখ (৩১), আলম মন্ডল (৪২), আলী শেখ (২৬), মনোয়ার শেখ (৩২), আয়নাল মোল্লা (১৯) কে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় শ্রমিকদের পক্ষ থেকে আবুল কাসেম বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

এ ব্যাপারে ইজিবাইক ও নসিমন চালক সমিতির সাধারণ সম্পাদক মোক্তার হোসেন সরদারের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, সড়কের শ্রমিকরা প্রথমে নসিমন চালক সলেমানকে মেরেছে। পরে নসিমন চালকরা ক্ষিপ্ত হয়ে সড়ক নির্মান শ্রমিকদের মারধর করেছে।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযোগ পেয়েছি । তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।

(এমএইচএম/এএস/জানুয়ারি ২৫, ২০১৬)