দিয়ে যাব স্বপ্নের উত্তরাধিকার



প্রতিটি সকাল আসে অদ্ভুত নতুন
আলোয় মাখামাখি করে
প্রত্যাশা নিয়ে নতুন স্বপ্নের,
প্রতিটি সন্ধ্যার গভীরে স্বপ্নেরা
ঝাঁপ দেয় কোথায় হারায়
প্রতিশ্রুতি কান্নার সমুদ্রে ঢেউ গুনে।

স্বপ্নেরা কখনো মরেনা
এক চোখ থেকে অন্য চোখে
এক মন থেকে অন্য মনে
সারাদিন সারারাত যাতায়াত করে,
ওড়াউড়ি করে বারবার ছবি আঁকে
নতুন নতুন ছবি আঁকে, আঁকে আর
মুছে দিয়ে প্রত্যাশায় কাঁদে।

যে পথে চলেছি চড়াই উৎরাই ভেঙ্গে
দুইপাশে তার লুব্ধ আশার
ঋদ্ধ স্বপ্নেরা চলাফেরা করে উড়ে উড়ে
হাতছানি দেয়,
নতুন ছবি কতযে আঁকে,
আঁকে আর মুছে, আবারো আঁকে।
আর পাথুরে মাটিতে বীজ বুনে
ফসল ফলাবে বলে,
আশা এই জন্ম বঞ্চিত হলেও
আগামী প্রজন্ম পাবে ফসলের সুখ।

অনুভব হয় তবু এই যে এগিয়ে যাবার পথ,
এ পথের মোড়ে মোড়ে
সব স্বপ্ন আগুন ফুলকির মত
হারিয়ে গেলেও, নতুন স্বপ্নেরা
ঝাঁকে ঝাঁকে শূন্যতা রাখেনা,
আজ হাত যদিও শূন্য একদিন
অবশ্যই পূর্ণতার চাবি পেয়ে যাব।

চিরন্তন নয় এই পথচলা জানি তা,
তবু জানি এ পথেই ধ্বনিত হবে
অজস্র সহস্রের ঘোর পদধ্বনি,
তাই স্বপ্নের উত্তরাধিকার দিয়ে যাব
এখনো যারা, যেসব মানব মানবী
পথ চলা স্বপ্ন দেখা শুরুই করেনি,
সেইসব উজ্জ্বল তারকার মত প্রাণ
একদিন স্বচ্ছ শুদ্ধ স্বপ্নকে সত্য রূপে
পেয়ে যাবে অবশ্যই জানি।

(ওএস/এস/জানুয়ারি২৬,২০১৬)