স্টাফ রিপোর্টার : পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান কাজী খলিকুজ্জামান আহমেদ বলেছেন, দেশে নারী জাগরণের উপযুক্ত সময় এসেছে।

তিনি বলেন, বর্তমানে দেশের প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেত্রী, স্পিকার নারী। এই সুযোগকে কাজে লাগাতে হবে। শুধু সামাজিক-অর্থনৈতিক ক্ষমতায়নই নয়, নারীর সার্বিক উন্নয়ন ও রাজনৈতিক ক্ষমতায়ন থাকতে হবে।

বুধবার দুপুরে সিরডাপ মিলনায়তনে ‘স্থানীয় পর্যায়ে সামাজিক নেতৃত্বের বিকাশ ও স্থায়িত্বশীল উন্নয়ন’ বিষয়ক জাতীয় সংলাপে এ কথা বলেন তিনি। এ সংলাপের আয়োজন করে ইয়াং পাওয়ার ইন সোস্যাল অ্যাকশন (ইপসা)।

কাজী খলিকুজ্জামান বলেন, দেশ অনেক ক্ষেত্রে এগিয়ে গেছে। বিশেষ করে প্রসূতি নারী ও শিশু মৃত্যুর হার কমেছে। মেয়েরা এখন উচ্চ শিক্ষা লাভ করে দেশে-বিদেশে মর্যাদাশীল কর্মে নিযুক্ত হচ্ছে।

তিনি আরও বলেন, আমরা নিজেদের অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করছি। এটা বিশ্ববাসীকে নাড়িয়ে দিয়েছে। এখন আর আমরা পরনির্ভরশীল নই।

সংলাপে সভাপতিত্ব করেন- ইপসা’র নির্বাহী পরিচালক মো. আরিফুর রহমান।

বক্তব্য রাখেন- ভয়েস অব আমেরিকা বাংলাদেশের ব্যুরো চিফ জহিরুল ইসলাম, সামাজিক বিকাশের সহ-সভাপতি প্রফেসর জাহেদ আহমেদ।

এতে চট্টগ্রাম ও কক্সবাজারে দারিদ্র্য বিমোচনে কর্মরত ইপসা’র কর্মীরা অংশ নেন।

(ওএস/এএস/জানুয়ারি ২৭, ২০১৬)