স্টাফ রিপোর্টার: পুলিশি নির্যাতনের ঘটনায় কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা গোলাম রাব্বী আদালতে বা থানায় নতুন করে মামলা করতে চাইলে তা নিতে নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। মামলা নেওয়ার জন্য এর আগে হাইকোর্টের দেওয়া নির্দেশনা স্থগিতের জন্য রাষ্ট্রপক্ষের করা আবেদনের নিষ্পত্তি করে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেন।

আজ বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের আবেদন নিষ্পত্তি করে দিয়ে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন। বেঞ্চের অপর বিচারপতিরা হলেন : বিচারপতি নাজমুন আর সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

(ওএস/এস/জানুয়ারি২৮,২০১৬)