স্টাফ রিপোর্টার : বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির নয় মামলার জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার বেলা ৩টার দিকে জামিন আবেদনের ওপর শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহরিয়ার মাহমুদ আদনান ও ইউনূস খান তাকে কারাগারে পাঠানোর এই নির্দেশ দেন।

এর আগে বেলা ১১টার দিকে ঢাকার সিএমএম আদালতে নয় মামলায় আত্মসমর্পণ করে জামিন চান তিনি।

বাকি সাত মামলায় নথি পর্যালোচনা করে কিছু সময় পর আদেশ দেবেন বলে জানিয়েছেন বিচারক। এসব তথ্য জানান এ্যানীর অন্যতম আইনজীবী জয়নুল আবেদিন মেজবাহ।

(ওএস/এএস/জানুয়ারি ২৮, ২০১৬)