মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের বিরাঙ্গল গ্রামে আগুনে পুড়ে ইউসুফ মাতুব্বর (৪৭) নামের এক ব্যক্তি মারা গেছে। বৃহস্পতিবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের বিরাঙ্গল গ্রামের একটি খড়ের তৈরি ঘরে মৃত আলিমুদ্দিন মাতুব্বরের ছেলে ইউসুফ আলি মাতুব্বর ঘুমিয়ে ছিল।

বৃহস্পতিবার ভোরে ঐ এলাকার নির্মিত সেতুর কাজে দায়িত্বরত শ্রমিকরা প্রথমে আগুনের শিখা দেখতে পায়। পরে এলাকাবাসীর প্রায় ১ ঘন্টা চেষ্টায় নিয়ন্ত্রণ আনার আগেই আগুনে বসতবাড়ি পুড়ে যায়। এই ঘটনায় ঘটনাস্থলেই ইউসুফ আলীর মৃত্যু হয়। খবর পেয়ে সকালে অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া ইউসুফের লাশ পুলিশ লাশ উদ্ধার করেছে।

মাদারীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়াউল মোর্শেদ জানান, প্রাথমিক ধারণা করা হচ্ছে রাতে ধুমপান করতে করতে ঘুমিয়ে পড়েছিল ইউসুফ। সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। পরে অগ্নিকান্ডে মারা যায় ইউসুফ। ইউসুফ মানসিক ভারসাম্যহীন বলেও জানান ওসি।

(এএসএ/এএস/জানুয়ারি ২৮, ২০১৬)