চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে আব্দুর সামাদ (৪৫) নামের এক চরমপন্থি সদস্যকে শ্বাসরোধ ও কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। বুধবার রাতের কোনো এক সময় তাকে হত্যা করা হয়। বৃহস্পতিবার সকাল নয়টার দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সামাদ উপজেলার ফৈলজানা ইউনিয়নের নেংড়ী গ্রামের মৃত চৈতে প্রামানিকের ছেলে।

পরিবারের বরাত দিয়ে চাটমোহর থানার উপ-পরিদর্শক (এসআই) মনছুর আলী জানান, বুধবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে যান আব্দুস সামাদ। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার সকালে নেংড়ী গ্রামের সরিষা ক্ষেতে একজনের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহতের গলায় শ্বাসরোধ ও মাথায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে এসআই মনছুর আরও জানান, নিহত সামাদ আগে চরমপন্থি গ্রুপ ‘সর্বহারা’ দলের সদস্য থাকলেও বর্তমানে তিনি স্বাভাবিক জীবনে কৃষিকাজের সাথে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে থানায় কোনো অভিযোগ বা মামলা নেই। তারপরও তার বিষয়ে বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

তবে স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, নিহত সামাদ চরমপন্থি সর্বহারা দলের সক্রিয় সদস্য ছিল। দল থেকে বেরিয়ে যাওয়ার কারণে কিংবা চরমপন্থি দলের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে সামাদকে হত্যা করা হয়ে থাকতে পারে।

(এসএইচএম/এএস/জানুয়ারি ২৮, ২০১৬)