কিশোরগঞ্জ প্রতিনিধি : স্ত্রীকে উত্যক্ত করার প্রতিবাদ করায় বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি নূর আজিজ খান বাবুকে লাঞ্ছিত করেছে সোনালী ব্যাংক কিশোরগঞ্জ প্রধান শাখায় কর্মরত পুলিশ সদস্যরা। আর এ ঘটনায় অভিযুক্ত দুই পুলিশকে জেলা পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সন্ধ্যার দিকে মার্কেট থেকে শহরের আখড়াবাজারের বাসায় ফেরার পথে স্কুল শিক্ষিকা বাবুর স্ত্রীকে উত্যক্ত করে সোনালী ব্যাংকে দায়িত্বরত পুলিশ সদস্যরা। পরে সাংবাদিক বাবু গিয়ে এর প্রতিবাদ করলে বাবুকে ধরে ব্যাংকের ভিতরে নিয়ে লাঞ্ছিত করে। খবর পেয়ে সদর থানার ওসি, অন্যান্য সাংবাদিক ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা ঘটনাস্থলে ছুটে যান।

পরে অভিযুক্ত দুই পুলিশ সদস্যকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়। অভিযুক্তরা হলেন নায়েক রফিকুল ইসলাম ও কনস্টেবল রেজাউল করিম।

এ ব্যাপারে পুলিশ সুপার আনোয়ার হোসেন খান জানান, ঘটনা তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার লিটন কুমার সাহাকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিনদিনের এ কমিটি রিপোর্ট দেওয়ার কথা রয়েছে। তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে পুলিশ সুপার জানান।

(পিকেএস/জেএ/জুন ০১, ২০১৪)