প্রতিদ্বন্দ্বীতার বাজারে টিকে থাকতে সস্তায় টিকিট বিক্রির দৌড়ে সামিল হল এয়ার ইন্ডিয়াও।
এয়ার ইন্ডিয়া মনসুম বোনান্জা চালু করেছে। ৪০টি ডোমেস্টিক সেক্টরের জন্য ১০৮টি ফ্লাইট এই প্রকল্পের আওতায় থাকবে। শনিবার পর্যন্ত ১,৪৯৯ টাকায় এই টিকিট পাওয়া যাবে, তবে কর আলাদা দিতে হবে। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত যাত্রার জন্য এই টিকিট কেনা যাবে।

হায়দরাবাদ, আমেদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, ভুবনেশ্বর, কোচি, কলকাতা, গোয়া, রাজকোট, ইন্দোর, নাগপুর এবং তিরুবনন্তপুরমের ফ্লাইটের জন্য এই টিকিট বুক করা যাবে।
এর আগে স্পাইস জেট ইন্ডিগো এবং গো এয়ার স্পেশাল অফার দিয়েছে। বৃহস্পতিবারই ইন্ডিগো ১,৩৮৯ টাকায় (বেস ফেয়ার এবং ফুয়েল সারচার্জ-সহ) টিকিট বুক করার অফার দিয়েছে। এই প্রকল্প অনুযায়ী, দিল্লি-মুম্বইয়ের মতো ব্যস্ত রুটে প্রায় ২৪০০ টাকায় টিকিট কেনা যাবে। তবে মুষ্টিমেয় কয়েকটি ফ্লাইট এবং রুটের জন্য এই মূল্যে টিকিট দেবে ইন্ডিগো।

(ওএস/এইচ/এপ্রিল ০৭, ২০১৪)