দেবাশীষ বিশ্বাস, বালিয়াকান্দি:রাজবাড়ী জেলার জেলা প্রশাসকের দায়িত্ব পাবার উনিশ মাস পর রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা প্রশাসনকে কাঁদিয়েই বিদায় নিলেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম খান।

আজ বৃহষ্পতিবার সন্ধ্যা ৬.০০ ঘটিকায় বালিয়াকান্দি উপজেলা অডিটরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসানের সভাপতিত্বে এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন রাজবাড়ী দুই আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম।

তিনি জেলা প্রশাসকের উদেশ্য করে বলেন রাজবাড়ী জেলায় ইতোপূর্বে যারা জেলা প্রশাসক হিসাবে দায়িত্ব পালন করেছেন তাঁর মধ্যে সাধারণ মানুষের মন জয় করেছেন সদ্য বিদায়ী জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম খান।

বিদায় বেলায় মোঃ রফিকুল ইসলাম খান বলেন,“ আমি ১৯ জুন,২০১৪ইংরেজী তারিখে এখানে দায়িত্ব নেবার পর সাধারণ মানুষের জন্য কাজ করার চেষ্টা করেছি। সপ্তাহের প্রথম কর্মদিবসে মানুষের কথা শোনার জন্য গণশুনানীর ব্যবস্থা করেছি।”

(ডিবি/এস/জানুয়ারি২৮,২০১৬)